বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় ‘তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার’ নামে অত্যাধুনিক একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে মৌলভী মার্কেটে আধুনিক এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে সোমবার সকালে দোয়া মাহফিল ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী।

দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ অন্যান্য চিকিৎসক, মেডিকেল টেকনোলজিষ্ট, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম, বিভিন্ন এলাকার সেবা গ্রহীতা, স্থানীয় মসজিদ ও মাদরাসার খতিব, ইমাম, মোয়াজ্জেম, মোহতামিম, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, গ্রাম থেকে আসা রোগী বা রোগীর লোকজন বিভিন্ন কারনে হাসপাতালের বাহিরে চিকিৎসা নিতে গেলে দালালরা বিভিন্ন প্ররোচনা দিয়ে তাদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে বা ক্লিনিকে নিয়ে উচ্চ মূল্যের পরীক্ষা করানোসহ ব্যয়বহুল চিকিৎসা দিয়ে থাকেন; যা একান্ত জরুরি নয়। ফলে নিরিহ সাধারণ জনগনের মধ্যে নকলার সরকারি হাসপাতালসহ স্থানীয় ক্লিনিক গুলোর প্রতি নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে। এটা নিঃসন্দেহে নকলাবাসীর জন্য দু:খ জনক বিষয়। তাই আমরা নকলায় একটি অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার করার পরিকল্পনা করি এবং আজ তা আনুষ্ঠাকি ভাবে উদ্বোধন করা হলো। আজ থেকে নকলার জনগনকে তাদের রোগ নির্ণয়ে সময়, শ্রম ও টাকা খরচ করে ঢাকা, ময়মনসিংহ বা শেরপুরে যেতে হবে না। আমরা নকলাবাসীকে অল্প ব্যয়ে সর্বোচ্চ মানের সেবা দিতে সদা তৎপর থাকবো। বিশেষ করে জনসেবার মনমানোসিকতা নিয়ে অসহায়, দরিদ্রদের পাশে থেকে চিকিৎসা সেবার সুনাম রক্ষায় নিজেদেরকে সর্বদায় নিয়োজিত রাখার প্রত্যয়ে সুনামের সহিত সামনের দিকে এগিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102