বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা প্রেস ক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু বুক কর্ণারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেস ক্লাব-এ স্থাপিত ‘বঙ্গবন্ধু বুক কর্ণার’সহ ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নাগরিক প্লাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও জেলা ইউনিটের আহ্বায়ক আবুল কালাম আজাদ অতর্কিত ভাবে নকলা প্রেস ক্লাব অফিসে হাজির হন। তিনি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু বুক কর্ণারসহ ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেছেন।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, কার্যনির্বাহী সদস্য সীমানুর রহমান সুখনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ দীর্ঘক্ষণ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে গল্পে গল্পে নকলা প্রেস ক্লাবের জন্য নতুন সদস্য আহ্বান ও আন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। এছাড়া ঐতিহ্যবাহী এ প্রেস ক্লাবের সার্বিক বিষয়ে তিনি খোঁজ খবরনেন। নকলা প্রেস ক্লাবের কার্যক্রম, বর্তমান পরিচালনা পরিষদ ও ক্লাব পরিচালনার বিষয়ে বিস্তারিত জানার পরে ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ। তিনি বলেন, সারাদেশের সব সাংবাদিক সংগঠনের অফিসে যদি নকলা প্রেস ক্লাবের মতো ছোট পরিসরে হলেও একটা বুক কর্ণার স্থাপন করা হতো এবং সু-শিক্ষায় শিক্ষিত ও বস্তুনিষ্ঠ লেখকদের দিয়ে ক্লাব পরিচালনা করা সম্ভব হতো, তাহলে জাতি আধিক উপকৃত হতো, আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যেতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার এই বাংলাদেশ।

তিনি যাওয়ার আগে নকলা প্রেস ক্লাব-এর নির্ধারিত পরিদর্শন রেজিষ্টার খাতায় পরিদর্শন পূর্বক সুচিন্তিত মতামত লিখে যান। এই মতামতটি যেকোন শিক্ষিত মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102