শেরপুরের নকলায় উলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার ঐতিহাসিক সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মেলন সফল করতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।
এর অংশ হিসেবে বুধবার দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ (তারা আলম), মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ওলি উল্লাহ, গৌড়দ্বার বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুস সামাদ আজাদী, সহকারী মৌলভী (ভারপ্রাপ্ত সুপার) মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ।
বক্তারা ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নকলা মার্কাজ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য উলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার ঐতিহাসিক সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মেলন সফল করতে সকল মুসলিম জাহানের প্রতি আহবান জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, মো. শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।