দেহ নামের যন্ত্রখানি
চলছে দিন ও রাত,
সময় মতো পায় যদি সে
পরিমিত ভাত।
ভাত পেলে সে বেজায় খুশি
চলে নিয়ে দম,
যখন পায় না খেতে পেটে
হারায় আপন দম।
জোর থাকেনা দেহে তখন
নিরাশ থাকে মন,
জমকালো গান নৃত্য দেখেও
ছন্দ হীন যায় ক্ষণ।
ক্ষুধার জ্বালায় পালায় ছন্দ
কবিতা যায় কই?
শত্রু সম লাগে তখন
প্রাণের প্রিয় সই।
ক্ষুধার একটু অন্ন পেতে
সবাই কাজে ধায়,
সেই তাগিদে জীবন যুদ্ধে
প্রতিটি দিন যায়।
নোট: কবিতা লেখার ভাষা ও ইঙ্গিত সংশ্লিষ্ট সকল দায়দায়িত্ব লেখকের।