বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৮৮ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার উপজেলার রক্তসৈনিক ফটিয়ামারী-এর উদ্যোগে স্থানীয় সূর্যের আলো তরুণ সংঘ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। সংগঠনটির সামনের মাঠে দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে দেড়শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ উপলক্ষে রক্তসৈনিক ফটিয়ামারীর ব্যবস্থাপক শাওন সরকারের সভাপতিত্বে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রক্তসৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা আল আমিন রাজু আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রৌহা ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু।

তাছাড়া অন্যান্যদের মধ্যে রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক অন্তিম অনিক, সাংগঠনিক সম্পাদক কারিমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব আহম্মেদ, কার্যকরী সদস্য সাদিকুন নাহার খাদিজা, গাজিপুর রক্তসৈনিক সদস্য জসিম আহম্মেদ, ফটিয়ামারী সূর্যের আলো তরুণ সংঘের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক্ষ মিলন সরকার, রক্ত সৈনিক সাদিদূর রহমান, নামজুল ইসলাম, শান্ত, সৌরভ, সাঈদ, ইমন, তোফাজ্জল, নুরুজ্জামান, শাকিল, পলাশ, মমিন, জামাদুল ইসলাম, রেজু, প্রান্ত, সাকিব, আসিফ, আতিক, সিয়াম, আরিফ ও বিদ্যুৎসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের পরে প্রধান আলোচক রৌহা ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু তাঁর মতামত পেশ করতে গিয়ে সকলের উদ্দেশ্যে বলেন- আমাদের এলাকার মানুষ রক্তদান সম্পর্কে তেমন সচেতন নয়। এখানের জনগনের মাঝে রক্তদানের উপকারিতা সম্পর্কে আরও সচেতনতা বাড়ানো উচিত। আজকের ক্যাম্পেইন থেকে অনেকে সচেতন হয়েছেন বলে তিনি মনে করেন। পরবর্তীতে ইউনিয়নবাসীর মাঝে রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদের সহায়তায় আবার ক্যাম্পেইন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102