শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে দশম শ্রেণির শিক্ষার্থী (১৫) বাল্য বিবাবহ পন্ড। এ ঘটনায় কনের বাবাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
শুক্রবার উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া গ্রামে কনের বাবা আব্দুল কুদ্দুছের বাড়িতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থী বালিজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার খাড়ামোড়া গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে এমন খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে কনে রাড়িতে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং কনের বাবা আব্দুল কুদ্দুছকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বলার পরে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কোন ছেলে-মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ও অপরাধ। বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী বাল্যবিয়ে দেওয়া-করানো, বাল্যবিবাহ রেজিষ্ট্রেশন করা, আয়োজন করা, সহায়তা করার মতো যেকোন কাজ আইনত দন্ডনীয় অপরাধ। বাল্যবিবাহরে সাথে সংশ্লিষ্ট সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা বলে জানান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান। বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার প্রত্যয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর জন্য উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে বলে তিনি জানান।