বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরের শ্রীবরদীতে বাল্য বিবাহ বন্ধ : কনের বাবাকে জরিমানা

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে দশম শ্রেণির শিক্ষার্থী (১৫) বাল্য বিবাবহ পন্ড। এ ঘটনায় কনের বাবাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

শুক্রবার উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া গ্রামে কনের বাবা আব্দুল কুদ্দুছের বাড়িতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থী বালিজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার খাড়ামোড়া গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে এমন খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে কনে রাড়িতে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং কনের বাবা আব্দুল কুদ্দুছকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বলার পরে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কোন ছেলে-মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ও অপরাধ। বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী বাল্যবিয়ে দেওয়া-করানো, বাল্যবিবাহ রেজিষ্ট্রেশন করা, আয়োজন করা, সহায়তা করার মতো যেকোন কাজ আইনত দন্ডনীয় অপরাধ। বাল্যবিবাহরে সাথে সংশ্লিষ্ট সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা বলে জানান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান। বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার প্রত্যয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর জন্য উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102