‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে; সুস্থ থাকলে করুন রক্তদান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান’- এসব শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ব্লাড ব্যাংক অব নকলা ও যুব রেড ক্রিসেন্ট নকলা ইউনিট-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্লাড ব্যাংক অব নকলার সভাপতি রাকিবুল হাসান রাজুর সভাপতিত্বে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় সংগঠনটির সহ-সভাপতি সাব্বির আলম প্রান্ত, সাধারণ সম্পাদক রাকিবুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদ, প্রচার সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম রিফাত, উপ-প্রচার সম্পাদক মইনুল হক অনিম, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা জাহান ফারিন, তথ্য বিষয়ক সম্পাদক মোকছেদুল হাসান সুমন, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ অনিক সরকার, সম্মানিত সদস্য আরমান হোসেন পার্থ ও সাকিবুল হাসান মাসুমসহ সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, স্বেচ্ছাসেবক রাজু আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত রক্তের গ্রুপ নির্ণয়ে আগ্রহী বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর অগণিত জনগন উপস্থিত ছিলেন।
ব্লাড ব্যাংক অব নকলার নতুন কমিটির সভাপতি রাকিবুল হাসান রাজু জানান, দেশের সার্বিক উন্নয়নে তাদের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ এলাকা, অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখা সহ বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, শেরপুর জেলার নকলা উপজেলায় ২০১৬ সালে একদল তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘ব্লাড ব্যাংক অব নকলা’ নামে সম্পূর্ণ স্বেচ্ছাসেবা মূলক একটি সংগঠন গঠিত হয়। এরপর থেকেই সংগঠনটি সুনামের সহিত কার্যক্রম চালিয়ে আসছে। তাদের সৌজন্যে অগণিত মুমুর্ষ রোগী চাহিদা অনুযায়ী রক্ত পেয়ে আজ তারা সুস্থ্যভাবে জীবন যাপন করছেন। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন, রক্ত দানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার পত্র বিলি করাসহ গ্রাম-গঞ্জ ও হাট বাজারের বিভিন্ন দেওয়াল ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার লাগিয়ে এলাকার সকলের নজর কেড়েছেন রক্তের অভাবে মৃত্যু রোধে শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ব্যাংক অব নকলা’। জীবন রক্ষাকারী, জনসচেতনতা ও উন্নয়ন মূলক তাদের এমন কাজে সার্বিক সহযোগিতা করাসহ নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন উপজেলার সুশীলজন।
অন্যদিকে একই মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট নকলা ইউনিটের দলনেতা নূর আহমদ-এর সভাপতিত্বে এক ক্যাম্পেইনের মাধ্যমেও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এসময় সহকারী দলনেতা রবিন মিয়া ও গোলাম মোহাম্মদ লিমন; বিভাগীয় প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) শাকিল হাসান শান্ত, বিভাগীয় উপ-প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) আবু সালিম, বিভাগীয় প্রধান (সেবা ও স্বাস্থ্য) খাদিজাতুল কুবরা মারজান, বিভাগীয় উপ-প্রধান (সেবা ও স্বাস্থ্য) মফিজুল ইসলাম তুহিন, বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ) কোহিনুর আক্তার, বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ) মোহাম্মদ মনিরুজ্জামান, বিভাগীয় প্রধান (রক্ত) তরিকুল ইসলাম, বিভাগীয় উপ-প্রধান (রক্ত) হারুন রশিদ, বিভাগীয় প্রধান (বন্ধুত্ব) আব্দুর রহমান, বিভাগীয় উপ-প্রধান (বন্ধুত্ব) সোমাইয়া বিনতে সোমা, বিভাগীয় প্রধান (ক্রীড়া ও সংস্কৃতি) গোলাম রসূল মিলন, বিভাগীয় উপ-প্রধান (ক্রীড়া ও সংস্কৃতি) নৌরিন নাহারসহ বিভিন্ন এলাকা থেকে আগত রক্তের গ্রুপ নির্ণয়ে আগ্রহী বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর অগণিত জনগন উপস্থিত ছিলেন।