শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় শেখ রাসেলের জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘শেখ রাসেলের স্মরণে আমরা’ নামে তথ্যবহুল একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে।

‘শেখ রাসেলের শৈশব কাল’ শিরোনামে প্রবন্ধ, রচনা, ছোট গল্প ও শেখ রাসেল সংশ্লিষ্ঠ কবিতা, ছড়া, চিত্রাঙ্কন ও শিক্ষণীয় কৌতুকসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা ও ছবি দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার দেয়ালিকাটির নির্বাহী সম্পাদক উপজেলা আওয়ামী লীগের ধর্ম বষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে দেয়াল প্রতিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘শেখ রাসেলের স্মরণে আমরা’ দেয়ালিকাটির সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে দেয়ালিকাটির প্রকাশক মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিমসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, শওকত আলী ও ফাহমিদা আহম্মেদ তনু প্রমুখ।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেয়াল পত্রিকাতে যাদের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে বাছাইয়ে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী লেখককে পুরষ্কার প্রদানসহ প্রকাশের আশায় যারা লেখা জমা দিয়েছিল তাদের প্রত্যেককে অংশগ্রহন মূলক শুভেচ্ছা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রকাশিত দেয়ালিকাতে নোটিশ আকারে জানানো হয়েছে যে, চলতি বছরের মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মাদ্রাসার ব্যবস্থাপনায় এবছরের দেওয়াল পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশ করা হবে। ওই দেয়ালিকার জন্য ১২ ডিসেম্বর সোমবারের মধ্যে ‘মহান বিজয় দিবস’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’এই দুই শিরোনামে প্রবন্ধ, রচনা, ছোট গল্প ও মহান বিজয় দিবস সংশ্লিষ্ঠ লেখা ও ছবি আহবান করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ হাতে লেখা বা আঁকা নিজ নিজ শ্রেণী শিক্ষকের নিকট জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এ নোটিশে।

এছাড়া এদিনটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার প্রদান ও দোয়ার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102