শেরপুর জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপচাঁন (১২) নামে এক স্কুলছাত্র ও মো. আল-আমীন (২৮) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। ১১ জানুয়ারি সোমবার উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘুরাকান্দি নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রূপচাঁন স্থানীয় বকুল মিয়ার ছেলে ও ঘুঘুরাকান্দি প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং আল-আমীন বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামের মাওলানা মো. আব্দুল আওয়ালের ছেলে ও শেরপুর বিজ্ঞান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঘুরাকান্দি নয়াপাড়া গ্রামের আগ্রাখালের উপর একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্রিজের পাইলিংয়ের খাঁচা ঝালাইয়ের কাজ চলাকালে রূপচাঁন সকলের অজান্তে ওই খাঁচাটি স্পর্শ করে। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে প্রভাষক আল-আমীন নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকগন তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মাওলানা মো. আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।