বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নিজের স্বাধীন করা দেশে পরবাসী শেরপুরের মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে!

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকার মুক্তির জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে নিজের স্বাধীন করা দেশে পরবাস জীবন যাপন করছেন বাদল চন্দ্র দে নামের শেরপুরের এক বীর মুক্তিযোদ্ধা!

বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে শেরপুর জেলা শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা। স্বাধীনতার ৫১ বছর অতিক্রম হলেও এই বীর মুক্তিযোদ্ধার ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। স্বাধীন দেশে মাথা গোঁজবার মত এক টুকরো জায়গা নেই তাঁর। অন্যের বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তিনি। সরকারের নির্ধারিত ভাতার টাকায় চলে তাঁর চিকিৎসা ও সংসারের যাবতীয় খরচ।

তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী জীবন যাপন করছেন। কিছুদিন তিনি শেরপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু চিকিৎসায় কোন উন্নতি হয়নি। বর্তমানে ফুসফুস ও পেটে পানি জমেছে। হৃদযন্ত্র ও কিডনির অবস্থা ভাল না বলে জানিয়েছেন চিকিৎসকগন। এই মুহুর্তে তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান তারা। এমতাবস্থায় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অথবা রাজধানী ঢাকার কোন উন্নত হাসপাতালে চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে। কিন্তু চিকিৎসার ব্যয়তো দূরের কথা, তার পরিবারের সদস্যদের কাছে যাতায়াতের ভাড়া বহন করার মত অর্থ সম্পদ নেই বলে জানিয়েছেন অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে।

এই বীর মুক্তিযোদ্ধা দেশবাসীর প্রতি আকুতি জানিয়ে বলেন- “আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান।” যাদের হাত ধরে আমরা স্বাধীন দেশে পেয়েছি। পেয়েছি লাল সবুজের পতাকা। বিশ্ব দরবারে স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিকের পরিচয় পেয়েছি আমরা। এমন একজন বীর সূর্য সৈনিক অর্থের অভাবে বিনা চিকিৎসায় ও অন্যের বাড়িতে থেকে পৃথিবীর মায়া ত্যাগ করবেন! এটা বাঙালি জাতি হিসেবে আমাদের সকলের লজ্জার বিষয় বলে মনে করছেন পেশা-শ্রেণীর মানুষ। তাই এই বীর সৈনিকের পাশে দাঁড়াতে সব মহলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনসহ স্থানীয় অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102