শেরপুরের নকলা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলে ব্রেইন টিউমারে আক্রান্ত অসহায় মো. সাইফুল ইসলামের পাশে সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম নকলা পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মারফত আলীর ছেলে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাইফুল ইসলামের ব্রেইন টিউমারে তৃতীয় বারের মতো অস্ত্রোপচারের জন্য তার হাতে নগদ অর্থ তুলেদেন উপজেলা ছাত্র লীগের নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক আবু হামযা কনক, যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভ, আব্দুস ছোবাহান ও মাহফুজুল ইসলাম, সদস্য কামরান হাসান রাব্বীসহ অন্যান্য নেতা-কর্মী, অসুস্থ সাইফুল ইসলামের বাবা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মারফত আলীসহ তার পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বাঁচা-মরার মাঝে দিনাতিপাত করছেন। এর আগে তার ব্রেইনে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তৃতীয় বারের মতো অসহায় সাইফুল ইসলামের ব্রেইনে অস্ত্রোপচার করতে হচ্ছে। দুইবার অস্ত্রোপচার করাতে গিয়ে সহায় সম্বল শেষ করে অসহায় হয়েছেন একসময়ের দাপুটে সাইফুল।
সার্জারি চিকিৎসক ডা. সাদেক হোসেন-এর পরামর্শে তৃতীয় বারের মতো অস্ত্রোপচার করাতে হচ্ছে বলে জানান অসুস্থ সাইফুলের বাবা মারফত আলী। তৃতীয় বারে ব্রেইনে অস্ত্রোপচার করানোর মতো প্রয়োজনীয় টাকা তার পরিবারের কারো কাছে নেই। এমন হৃদয়বিদারক সংবাদ পেয়ে বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের সামর্থ অনুযায়ী নগদ অর্থ নিয়ে অসহায় সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার আল মিনার নামের একটি বেসকারি হাসপাতালে তার ব্রেইনে তৃতীয় বারের মতো সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। এখন অসহায় সাইফুল ইসলামের বাকি চিকিৎসা ও ঔষুধের জন্য অনেক টাকার প্রয়োজন। যা কোন ক্রমেই সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাইফুলের পরিবারের পক্ষ থেকে দানশীল ও ধনাঢ্য ব্যক্তির কাছে সহায়তা কামনা করা হয়েছে। সাইফুল সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে চায়। আসুন সামর্থ অনুযায়ী সাহায্য নিয়ে অসহায় সাইফুল ইসলামের পাশে দাঁড়াই, এমন আকুতি জানিয়েছেন স্থানীয় অনেকে।
বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক আবু হামযা কনক জানান, যতদিন পর্যন্ত সাইফুলের চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ তার পরিবারের ছিলো, ততদিন তারা কারো সাহায্য কামনা করেননি। আজ তারা সহায় সম্বল শেষ করে অন্যের সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। তাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলের চিকিৎসার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সমাজের দানশীল ও ধনাঢ্য ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন।
কনক আরো জানান, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। নকলা উপজেলা শাখা ছাত্রলীগ এই মানসিকতায় দৃঢ় বিশ্বাস রেখে তারা নিজেদের সামর্থ অনুযায়ী সহায়তার মনোভাব নিয়ে অসুস্থ অসহায় সাইফুলের পাশে দাঁড়িয়েছেন বলে উপজেলা ছাত্র লীগের অনেক নেতা-কর্মী জানান।