শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় মায়ের আহাজারি “আইন্নেরা পোলার মুখটা একবার দেহাইন!”

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৯ বার পঠিত

আইন্নেরা আমার পোলাডার সঙ্গে একবার কতা কউয়াইয়া দেইন। তার মুখটা আমারে একবার দেহাইন। আমি আর সবার পাইতাছিনা। আমার বাবা সৌদি গেছে। গত মাসেও টেহা পাডাইছে। বাবাডার সাথে প্রত্যিদিন কতা না কইলে আমার রাইতে ঘুম অয়না। কয়েকদিন অয়া গেলো আমার বাবা ফোন দেয়না। অহন সবাই কয় আমার কলিজার বাবাডা নাকি মইরা গেছে! আমার বাবা মরে নাই! যদি মইরা যাইতো তাইলে বাবার লাস বাড়িত আনতে এত দেড়ি নাগে কে? আইন্নেরা সবাই আমার নগে মিচা কতা কইতাছুইন কে? আমারে কান্দাইয়া আন্নেগরে নাভ কি? আমি কি পাগলা টাগলা অইয়া গেছি? যেকোন মানুষ দেখলে এভাবেই আহাজারি শুরু করেন শেরপুরের নকলা উপজেলার সৌদি প্রবাসী এক ছেলে হারা বৃদ্ধা মা।

বলছিলাম শেরপুর জেলার নকলা উপজেলাধীন উরফা ইউনিয়নের মোজাকান্দা গ্রামের বৃদ্ধা মা কদ ভানু বেগমের কথা। তিনি উপজেলার উরফা ইউনিয়নের মোজাকান্দা গ্রামের মো. অহেদ আলীর স্ত্রী এবং সৌদি প্রবাসী পরিবারে জন্য উপার্জনের একমাত্র ছেলে সদ্যমৃত দুলাল উদ্দিনের মা।

এদিকে দুলালের মৃত্যুর খবরে তাঁর পরিবারে ও এলাকায় চলছে মাতম। নিজের ক্ষতির বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন মা কদ ভানু বেগম। তিনি কেঁদে কেঁদে বলছিলেন আমার কলিজার টুকরা পোলাডারে আমার কোলে আইন্না দেন, আমারে শান্তি দেওয়ার জন্য আমার পোলাডা সবকিছু বেইচ্চা বিদেশে গেছে। ও আল্লাহ, এ কেমন পরীক্ষা তোমার। অবিবাহিত পোলাডারে লইয়া গেলা!

এলাকা সূত্রে জানা গেছে, মো. দুলাল উদ্দিন (২৯) গত ৩ বছর আগে উপার্জনের উদ্দেশ্যে সৌদি আরবে পারি জমান। সেখানে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। চলতি বছরের জুলাই মাসের ২০ তারিখে কর্মরত থাকা অবস্থায় তিনি মারা যান। মো. দুলাল উদ্দিনের জাতীয় পরিচয়পত্র নম্বর: ৫০৫২০৪৯৩৩৪। জন্ম তারিখ: ১০ মার্চ, ১৯৯৩ খ্রি।

মারা যাওয়ার পরে দীর্ঘদিন গত হলেও অজ্ঞাত কারনে তার মরদেহ বাংলাদেশে আসছে না। ছেলের লাশের অপেক্ষায় দিনরাত কেঁদে কেঁদে কাটাতে হচ্ছে বৃদ্ধ বাবা-মাসহ পরিবার পরিজনকে। প্রবাসে (সৌদিতে) মৃত দুলাল উদ্দিনের মরদেহ বাংলাদেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নিহতের সহোদর বড় ভাই মো. আবুল হোসেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জামালপুরের সহকারী পরিচালকের মাধ্যমে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক বরাবর আবেদন করেছেন বলে নিহতের বড় ভাই জানান। এতেও কোন আশার আলো নাদেখে হতাশ হয়ে পড়ছেন পরিবার পরিজন।

আবুল হোসেন জানান, ভাইয়ের মুখটা বৃদ্ধ মা-বাবাকে শেষ বারের মতো দেখাতে পারলে আমরা শান্তি পেতাম। তাই দায়িত্বশীলদের সুদৃষ্টি জরুরি বলে তিনি মনে করছেন। তানাহলে বৃদ্ধ মা-বাবার কেঁদে কেঁদে পরপারে চলে যেতে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আরও জানান, তার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনার পর থেকে বাবা-মায়ের কোন খাওয়া দাওয়া নেই, নেই ঘুম। এখন তারা পাগল প্রায়। এমতাবস্থায় উর্ধ্বতন সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন নিহতের পরিবারসহ সুশীলজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102