শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরের গারো পাহাড়ে হবে পর্যটন মোটেল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

বাংলা-ভারত সিমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়ে স্থাপন হবে পর্যটন মোটেল। এ লক্ষ্যে পর্যটন মোটেলের প্রস্তাবিত স্থানের সম্ভাব্যতা সরেজমিনে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। তিনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাধীন পর্যটন স্থানসমূহ পরিদর্শন করেন।

জানা গেছে, শেরপুর জেলার উন্নয়নে জেলা প্রশাসক সাহেলা আক্তার-এঁর আমন্ত্রণে বিভিন্ন পর্যটন স্থানসমূহ পরিদর্শন আসেন এবং এই জেলায় পর্যটন মোটেলের প্রস্তাবিত স্থানের সম্ভাব্যতা সরেজমিনে যাচাই করেন।

এসময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবের একান্ত সচিব এ.এইচ.এম জামেরী হাসান, জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নেজারত ডেপুটি কালেক্টর মো. আসিফ রহমান, সহকারী কমিশনার (পর্যটন সেল) সানাউল মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনকে শ্রীবরদী পর্যটন এলাকা থেকে গজনী অবকাশ কেন্দ্র পরির্দশনে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদসহ অনেকে।

গারো পাহাড়ে পর্যটন মোটেল স্থাপন হলে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের সেই সিমান্ত এলাকা থেকে ফিরে শেরপুর জেলা শহরে এসে রাত্রি যাপন করতে হবেনা। ফলে ছিনতাই কমার পাশাপাশি পর্যটকদের কষ্ট লাগব হবে বলে মনে করছেন স্থানীয়রা। তাতে পর্যটকদের আগ্রহ বাড়বে, বাড়বে সরকারি কোষাঘারের আয়। আরও দ্রুত দেশ বিদেশে ছড়িয়ে পড়বে শেরপুর জেলার সুনাম; এমনটাই মনে করেছন সুশীলজন। স্থানীয় অনেকে জেলা প্রশাসক সাহেলা আক্তার-এঁর এই প্রচেষ্ঠার জন্য তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102