শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় এসএসসি ও সমমান প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন, অনুপস্থিত ২৯

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

শেরপুরের নকলায় ৫টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উপজেলার ২ হাজার ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতিদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৫ জন এবং দাখিল পরীক্ষার্থী ১৪ জন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি কেন্দ্র প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ২,২০৯ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৫ জন এবং দাখিল পরীক্ষার জন্য একটি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৫০৪ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৪ জন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রথম দিনে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১,১৪৬ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৬ জন।

গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব মো. কামরুল আলম খান লিটন জানান, তার নিয়ন্ত্রনাধীন গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩২০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১ জন।

গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মো. নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৩৪ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন।

চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩০৯ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৩ জন।

এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য উপজেলার একমাত্র কেন্দ্রের (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৫০৪ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৪ জন।

সকল কেন্দ্রের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগন দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ দায়িত্বপ্রাপ্ত জেলা-উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থপনা দেখে বিবেচনায় সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102