শেরপুর জেলায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি শুক্রবার দুপুরের দিকে রোটারী ক্লাব অব শেরপুর ও রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে শেরপুর শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশার সভাপতি মিসেস লুবানা নাজ, রোটারী ক্লাব অব শেরপুরের সভাপতি বিনয় কুমার সাহা পিএইচএফ ও সাধারণ সম্পাদক সাদুজ্জামান সাদী পিএইচএফ, সাবেক সভাপতি রোটারিয়ান রাজিয়া সামাদ ডালিয়া, মলয় চাকী, মনির উদ্দিন আহমেদ, শরণ রায় পিএইচএফ ও মলয় মোহন বল পিএইচএফ, রোটার্যাক্ট অব শেরপুরের সভাপতি আসাদুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক হাসানুল বান্না সিফাত, রোটারিয়ান আলহাজ্ব দুলাল মিয়া, মনির উদ্দিন আহমেদ, নাজমুল আলম, রোটার্যাক্টর তন্ময়, বিশাল, পলাশ, শিউলি, উপমা, সুষ্মিতা, ইন্টার্যাক্ট ক্লাব অব শেরপুর সরকারি মহিলা কলেজের প্রেসিডেন্ট পৃথা দে, ইন্টার্যাক্ট ফাবিহা তাবাস্সুম বিউটি প্রমুখ।