বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট : সেন্তোষ আইটি টিম চ্যাম্পিয়ন, রানার্সআপ ইলিভেন স্টার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪২০ বার পঠিত

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের নকলায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সেন্তোষ আইটি টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই খেলায় সেন্তোষ আইটি টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ১১৭ রান করে। জবাবে ইলিভেন স্টার জয়ের লক্ষে মাঠে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৮০ রান করে। এতে সেন্তোষ আইটি টিম ৩৮ রানে জয়লাভ করে।

ক্রীড়ামোদী তৌহিদুল আলম রাসেলের সঞ্চালনায় এ ফাইনাল খেলাটি পরিচালনা করেন এম.এফ জামান ফারুক ও আহাসানুল হক পাপ্পু। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সেন্তোষ আইটি টিমের সজিব হাসান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইলিভেন স্টার টিমের মোহন মিয়া।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন বোরহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তোতা মিয়া প্রমুখ।

সবশেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে ৩২ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, রানার্সআপ দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন তুলে দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়াড়দ্বয়সহ দুই দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করা হয়।

খেলার আয়োজক হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান মিলন, শাহাদাত সজল, মো. হাসান, শাহারিয়া পারভেজ হিমেল ও মমিনুল ইসলামসহ এলাকার অনেক তরুণ ক্রীড়ামোদী।

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলায় আছে অনেক বল’-এ স্লোগানকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে উপজেলার ১২টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102