সারা দেশের ন্যায় শেরপুরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এর অংশ হিসেবে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়।
কর্মসূচির মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা উল্লেখ্যযোগ্য। আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার। ইন্সট্রাক্টর সাজু মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর নিরমল বাশার ও আরিফুর রহমান প্রমুখ।
পরে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্ম দিনের কাটা হয়।
সবশেষে চিত্রাঙ্কন, রচনা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলেদেওয়া হয়।
এসময় ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, তমাল চন্দ্র সান্যাল, ইসমাইল হোসেন, নিরমল বাশার ও হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষানার্থীসহ নিয়মিত শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর প্রতিটি ভবনে আলোকসজ্জা সকলের নজর কেড়েছে।