বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে কোভিড-১৯’র আক্রান্ত নেই

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৮৩ বার পঠিত

শেরপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রান্ত নেই। রবিবার (১৩ মার্চ) বিকেল ৫:১০ মিনিটে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর আক্রান্ত সংখ্যা শূণ্য।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টা চার্য এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘন্টায় শেরপুর সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯)’র আর.টি-পি.সি.আর নমুনা পরীক্ষায় আক্রান্ত সংখ্যা শূণ্য ও রেপিড এন্টিজেন টেস্ট (আরএটি) পরীক্ষাতেও আক্রান্ত সংখ্যা শূণ্য। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১০টি। এরমধ্যে আর.টি-পি.সি.আর ৩টি এবং আরএটি নমুনা পরীক্ষা করা হয়েছে ৭টি। এর নমুনা পরীক্ষার ফলাফলে কারও শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়নি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬২৪জন যা, শতকরা ১৬.২৮ ভাগ। এতে সুস্থ হয়েছে ৫ হাজার ৫২২ জন, যা শতকরা ৯৮.১৮ ভাগ। তবে বর্তমানে আক্রান্ত রোগী আছে ৭ জন। এরমধ্যে কেউ হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেননা, সবাই হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টা চার্য। তিনি আরও জানান, সদর হাসপাতালে কোভিড-১৯’র আক্রান্ত চিকিৎসা প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৫২০ জন।

করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের, যা শতকরা ১.৬৯ ভাগ। মোট নমুনা সংগ্রহ হয়েছে: ৩৪ হাজার ৫৪৯ টি। এরমধ্যে আর.টি-পি.সি.আর-এ ১৯ হাজার ২৭৩ টি এবং রেপিড এন্টিজেন টেস্ট-এ ১৫ হাজার ২৭৬ টি। মোট রিপোর্ট প্রাপ্তি ৩৪ হাজার ৫৩৮টি। এরমধ্যে আর.টি-পি.সি.আর ১৯ হাজার ২৬২ টি এবং রেপিড এন্টিজেন টেস্ট ১৫ হাজার ২৭৬ টি। আর রিপোর্ট হয়নি (আর.টি-পি.সি.আর) ১১ টি।

গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা: ১ম ডোজ ২ হাজার ২৩২ টি, ২য় ডোজ ১ হাজার ১০ টি ও বুস্টার ডোজ ১ হাজার ৮৬ টি। এপর্যন্ত মোট কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা: ১ম ডোজ ১১ লাখ ১৮ হাজার ৩৩১ টি, ২য় ডোজ ৭ লাখ ৭৫ হাজার ৬০৮ টি এবং বুস্টার ডোজ গ্রহন করেছেন ২৭ হাজার ৬৮৯ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102