বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে র‌্যালি আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৯৯ বার পঠিত

মঙ্গলবার (৮ র্মাচ) আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শতাধিক নারীসহ বিভিন্ন শ্রেনীপেশার সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

তাছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শহরের নিউমার্কেট চত্বরে এ নারী সমাবেশের আয়োজন করা হয়।

এ সমাবেশে পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবীসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধনের দাবী জানানো হয়। সেইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবী জানানো হয় ওই সমাবেশে।

জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য রাখেন- জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, নারী রক্তদান সংস্থার পঞ্চমী দে রুমা, তানিয়া তাবাসসুম, আবৃত্তিকার শ্যামলী মালাকার, প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আসম নয়ন, হারান চন্দ্র সাহা প্রমুখ।

নারী সমাবেশে উত্থাপিত সকল দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে শেরপুরের এ নারী সমাবেশে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ যাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, উদীচী শেরপুর জেলা সংসদ, দূর্বার নারী নেটওয়ার্ক, ফাইট ফর চিলড্রেনস রাইটস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102