বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

প্রতিটি উপজেলায় সরকারি ভাবে গণগ্রন্থাগার স্থাপন জরুরি

-মো. মোশারফ হোসাইন
  • প্রকাশের সময় | শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৭৬৭ বার পঠিত

প্রতিটি উপজেলায় সরকারি ভাবে গণগ্রন্থাগার স্থাপন জরুরি

যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত; এটা আমরা সবাই জানি ও মানি। তবে শিক্ষিত বলতে শুধুমাত্র পাঠ্য পুস্তক কেন্দ্রিক শিক্ষাকে বুঝানো হয়নি। পাঠ্য পুস্তকের পাশাপাশি ভালো সুশীল, চিন্তাশীল লেখকের জাতীয়, আন্তর্জাতিকসহ বিভিন্ন বিষয়ের ওপর লেখা বই থেকে জ্ঞান অর্জন করা জরুরি।

তবেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা আমাদের জন্য আরও সহজ হবে। তাই বর্তমান প্রজন্মের তরুণসহ আমাদের সকলের ভালো ভালো লেখেকের বই পড়ার অভ্যাস গড়েতোলা উচিত। আর এই সুযোগ সৃষ্টির একমাত্র মাধ্যম সরকারি ভাবে স্থাপন করা গণগ্রন্থাগার। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, দেশে পর্যাপ্ত গণগ্রন্থাগার না থাকায় আজকের তরুণরাসহ আমরা সকলে জাতীয় ও আন্তর্জাতিকসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছি। ফলে চাকরির পরীক্ষা থেকে শুরু করে সৃজণশীল বিভিন্ন পরীক্ষায় পিছিয়ে থাকতে হচ্ছে।

উচ্চ শিক্ষায় সনদদারী শিক্ষিত হয়েও থাকতে হচ্ছে বেকার। বর্তমান ও আগামী দিনের বিশাল জনগোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়েতোলতে ও বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে দেশের প্রতিটি জেলা-উপজেলায় সরকারি উদ্যোগে গণগ্রন্থাগার স্থাপন করলে জাতি বেশ উপকৃত হবে বলে মনে করছি।

তাছাড়া ব্যস্ততম এইযুগে কর্মজীবী অবসরে থাকা শিক্ষিত জনগোষ্ঠিকে শেষ বয়সে অনেকটাই একাকিত্ব জীবন যাপন করতে হয়। প্রতিটি উপজেলায় সরকারি ভাবে গণগ্রন্থাগার স্থাপিত হলে তাঁরা যখনই ভালো নালাগবে তখনই গ্রন্থাগারে গিয়ে বই পড়ে সময় অতিবাহিত করতে পারবেন। দিনের অধিকাংশ সময় গণগ্রন্থাগারে অতিবাহিত করায় তাঁরা একদিকে অবসরে থাকা কর্মহীন জীবনের চাপা যন্ত্রনা থেকে মুক্তি পাবেন, অন্যদিকে কিছুটা হলেও পরিবারের অন্যান্য সদস্যদের চাপ কমবে।

এমতাবস্থায় দেশের প্রতিটি উপজেলা বা থানায় সরকারি পৃষ্ঠপোষকতায় গণগ্রন্থাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

-মো. মোশারফ হোসাইন
শিক্ষক ও সাংবাদিক
নকলা, শেরপুর

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102