ময়মনসিংহে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ময়মনসিংহ শাখা।
বিএমএসএফ-এর ১৪ দফা দাবী অনুযায়ী প্রথম দফা সরকারি ভাবে সারাদেশে সাংবাদিক নিবন্ধন কাযক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ শোভা যাত্রা করা হয়।
বিএসএমএফ’র ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শিবলী সাদিক খানের নেতৃত্বে শোভা যাত্রাটি শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বর থেকে শুরু হয়ে শহরের গ্ররুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গিয়ে শেষ হয়।
শোভা যাত্রার অগ্রভাগে ছিলেন- বিএসএমএফ’র ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামন আরজু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইদুর রহমান বাবুল, সিনিয়র সাংবাদিক আজগর আলী রবিন, সাইফুল ইসলাম, মফিদুল ইসলাম লাভলু, আনোয়ার হোসেন, সেলিম আকন্দ, নিহার রঞ্জন কুন্ডু প্রমুখ।
শোভা যাত্রায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সুলতান রহমান বাপ্পি, সারোয়ার কবির ফাহাদ, আবুজর গিফারী জাফর, দীপক চন্দ্র দে, সোহানুর রহমান সোহান, প্রদীপ বিশ্বাস, তাসলিমা রত্না, নজরুল ইসলাম বাবু, তাহমিনা আক্তার হেলেন, আতিকুর রহমান এলিম, মারুফ হোসেন, আবুল হাকিম, মো. সোলেমান মহন, গোলাম কিবরিয়া রাতুলসহ বিএসএমএফ’র ময়মনসিংহ জেলা শাখার সকর সদস্যবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকগন অংশগ্রহণ করেন।