শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৭ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলা উপজেলায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ শেষে সেরা খামারিদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সেরা স্টলের খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো:শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন।

প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলীর পরামর্শে  ও প্রচেষ্ঠায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত সকলের সার্বিক অংশ গ্রহণে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক খামারি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বরে এ মেলা শুরু হয়। এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় প্রায় অর্ধশত স্টলে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন প্রযুক্তি, উন্নত প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিরা সেরা স্টলের খামারিদের মাঝে সনদপত্র ও পুরষ্কারসহ সকল স্টল মালিকদের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102