শেরপুর জেলার নালিতাবাড়ীতে প্রেসক্লাব নালিতাবাড়ী-এর কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক কার্যকরী পরিষদের ১০টি পদের মধ্যে ৬টি পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এবং ৪টি পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষ্যে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথিতযশা সাংবাদিক প্রেসক্লাব নালিতাবাড়ী-এর বিদায়ী সভাপতি প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন কার হয়। আলোচনা সভা শেষে এদিন সন্ধ্যায় ২৮ জন ভোটারের ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়।
সভাপতি, ২টি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এসকল পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহণে উর্ধ্বতন পরিষদ ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার ও গোপাল চন্দ্র সরকার।
ভোট গ্রহন ও গণনার পরে ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ২০ ভোট পেয়ে আব্দুল মান্নান সোহেল, সিনিয়র সহ-সভাপতি পদে সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সভাপতি পদে ১৫ ভোট পেয়ে মাহফুজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে মো. আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে মো. আবু জাফর নির্বাচিত হয়েছেন।
তাছাড়া বাকি ৪টি পদে একক প্রার্থী থাকায় অর্থ সম্পাদক পদে মো. আল হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মঞ্জুরুল আহসান, প্রচার ও দপ্তর সম্পাদক পদে হারুন অর রশিদ এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে মো. সুরুজ্জামান বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বতর্মান কমিটির সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ অন্যান্যরা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্যরা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্যরা, নকলায় কর্মরত সাংবাদিক শাহাজাদা স্বপন, ইউসুফ আলী মন্ডল, শফিউল আলম লাভলু, শফিউজ্জামান রানা, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ অন্যান্যরা এবং জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।