বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

প্রেসক্লাব নালিতাবাড়ী’র নির্বাচন : সভাপতি সোহেল, সম্পাদক মনির

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৫ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ীতে প্রেসক্লাব নালিতাবাড়ী-এর কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক কার্যকরী পরিষদের ১০টি পদের মধ্যে ৬টি পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এবং ৪টি পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথিতযশা সাংবাদিক প্রেসক্লাব নালিতাবাড়ী-এর বিদায়ী সভাপতি প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন কার হয়। আলোচনা সভা শেষে এদিন সন্ধ্যায় ২৮ জন ভোটারের ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়।

সভাপতি, ২টি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এসকল পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহণে উর্ধ্বতন পরিষদ ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার ও গোপাল চন্দ্র সরকার।

ভোট গ্রহন ও গণনার পরে ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ২০ ভোট পেয়ে আব্দুল মান্নান সোহেল, সিনিয়র সহ-সভাপতি পদে সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সভাপতি পদে ১৫ ভোট পেয়ে মাহফুজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে মো. আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে মো. আবু জাফর নির্বাচিত হয়েছেন।

তাছাড়া বাকি ৪টি পদে একক প্রার্থী থাকায় অর্থ সম্পাদক পদে মো. আল হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মঞ্জুরুল আহসান, প্রচার ও দপ্তর সম্পাদক পদে হারুন অর রশিদ এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে মো. সুরুজ্জামান বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বতর্মান কমিটির সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ অন্যান্যরা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্যরা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্যরা, নকলায় কর্মরত সাংবাদিক শাহাজাদা স্বপন, ইউসুফ আলী মন্ডল, শফিউল আলম লাভলু, শফিউজ্জামান রানা, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ অন্যান্যরা এবং জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102