জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ পালন উপলক্ষ্যে শেরপুরে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি শনিবার জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্ব ও সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ.জেড মোরশেদ আলী।
এছাড়া এ ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগার পেশাজীবিবৃন্দ, বেসরকারি পাঠাগারসমূহের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পেশাশ্রেণীর পাঠক ও সুধীবৃন্দ এ সভায় যুক্ত ছিলেন।