শেরপুরের নকলায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় নির্বাচিত ৬০ জন সিআইজি খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ অফিস মিলনায়তনে দুই ধাপে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী-এঁর সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে ভেটেরেনারী সার্জন (ভিএস) ডা. খাদিজা বেগম, এলডিডি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা ডা. শিউলি বেগম, উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মঞ্জু, মাঠ সহকারী জহিরুল হকসহ বিভিন্ন এলাকার ৬০ জন হৃষ্টপুষ্টকরণ সিআইজি খামারি উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থীরা এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি তারা আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে মনে করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলীসহ অন্যান্য প্রাণিসম্পদ কর্মকর্তাগন।