বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে অ-১৬ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিয়ান-পিউ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

শেরপুর অনুর্ধ্ব-১৬ দাবা প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে মো. সামিউর রহমান রিয়ান ও মেয়েদের বিভাগে প্রিয়ন্তী সাহা পিউ চ্যাম্পিয়ন হয়েছে।

১১ জানুয়ারি মঙ্গলবার জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলেদের ফাইনালে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র সামিউর রহমান রিয়ান জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর রফিদুল ইসলাম রহিদকে পরাজিত করেছে।

অপরদিকে মেয়েদের ফাইনালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনী পড়ুয়া প্রিয়ন্তী সাহা পিউ আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের রোজিনা আক্তারকে পরাজিত করে।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ১২ জন মেয়েদের বিভাগে ৭ জন ক্ষুদে দাবা খেলোয়াড় অংশগ্রহণ করে।

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ সকালে এ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মুরশীদ আলী, সদর ইউএনও মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল প্রতিযোগিতায় অরবিটারের দায়িত্ব পালন করেন। ফাইনাল খেলা শেষে উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ দাবাড়ুদের মাঝে পুরষ্কার, মেডেল ও সনদপত্র তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খোরশেদ আলম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি উপহার এবং অতিথি ও অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102