শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ইউনিয়ন ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ঝাড়ু মিছিল, পদত্যাগের হিড়িক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের মনগড়া কমিটি গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবীতে ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ মিছিল করেছেন সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা। তাছাড়া রাগে-ক্ষোভে ঘোষিত কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।

ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কাউকে না জানিয়ে বা কাউন্সিল না করে কমিটি গঠন করার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়। তাছাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্তত ১৫ জন লিখিত পদত্যাগপত্র উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম-এর কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভ ও ঝাড়ু মিছিলের নেতৃত্বদেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান জাহিদ। এতে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ সাদীসহ কমিটির অনেক নেতৃবৃন্দ বক্তব্যদেন। তারা বলেন অযাচিত লোকজন দিয়ে এ কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে পড়বে।

ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে গনপদ্দী বাজারে বিক্ষোভ মিছিল এবং ইউনিয়নের খারজান বাজারে ঝাড়ু মিছিল করা হয়। গনপদ্দী ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে অংশনেন।

জানা গেছে, স্থানীয় মো. সোহেল রানাকে সভাপতি ও রাকিব মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আগের কমিটি বিলুপ্ত ঘোষণা না করে নবগঠিত কমিটি ঘোষণা করায় ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এপর্যন্ত এর কোন সমাধান না হওয়ায়, সদ্য ঘোষিত কমিটির অন্তত ১৫ নেতাকর্মী তাদের পদত্যাগ পত্রের স্ব-স্বাক্ষরিত কপি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম-এর কাছে জমা করেন।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ১৫টি পদত্যাগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে কথা চালাচালি হচ্ছে। বিষয়টি খুবদ্রুত সয়ের মধ্যে সমাধান হয়ে যাবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102