শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় বিজয় শোভাযাত্রায় জনতার ঢল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় অংশ গ্রহন বিষয়ে এতো স্বল্প সময়ের নোটিশে এমন জনতার ঢল নকলার ইতিহাসে রেকর্ড বলে অনেকে মনে করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া বেগমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সংক্ষিপ্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশিদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শাহ মো. ফোয়াদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, কোষাধ্যক্ষ সৈয়দ আলম মঞ্জু, সদস্য ও চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী,

সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ ও যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খানসহ অন্যান্যরা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধরসহ অন্যান্য সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু,

পাঠাকাটা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিক উৎপল, সদস্য আব্দুল্লাহেল খসরু রুবেল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর বর্ষা, এ.কে.এম মাহবুবুল আলম সবুজ, আইয়্যুব খান, সরফরাজ খান, আকরাম হোসেন, রাশেদুল হাসান রঞ্জু, মর্তুজ আলী, সোহেল রানা, আনোয়ার হোসেন শিপন, শিহাব উদ্দিন, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লবসহ অন্যান্য সদস্যবৃন্দ;

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খোরশেদ আলম শ্যামলসহ অন্যান্যরা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম মোস্তফা, সহ-সম্পাদক আরেফিন আহাম্মেদ সরকার, উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শোয়েব মাহমুদ রিশাদসহ অন্যান্যরা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ অন্যান্যরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুল ও সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিডসহ অন্যান্য সদস্যবৃন্দ,

নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য মোফাজ্জল হোসেন, সিমানুর রহমান সুখন, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া, রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্য সকল কর্মকর্তা ও সদস্য সাংবাদিকগন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102