সারা দেশের ন্যায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা উল্লেখ্যযোগ্য।
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভপতিত্বে পুষ্পার্ঘ্য অর্পণ, র্যালী, আলোচনা সভায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুর রহমান, চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহার, ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, তমাল চন্দ্র সান্যাল, ইসমাইল হোসেন, নিরমল বাশার ও হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
দুপুর থেকে শুরু হয় শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা গুলোর মধ্যে মোরগের লড়াই, বালিশ খেলা ও দৌঁড় প্রতিযোগিতাসহ বাঙলার ঐতিহ্য বহনকারী বিভিন্ন গ্রামীন খেলা ছিলো উল্লেখযোগ্য। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।