শেরপুরের নকলা উপজেলায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও তৎকালীন কর্মরত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়।
কিশোর জীবনের বন্ধুদের কাছে পেয়ে সবাই উল্লাসে মেতে ওঠেন। ফলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে যেন আনন্দের জোয়ার নেমে আসে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ ডিসেম্বর) এস.এস.সি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে তৎকালীন (১৯৯৫ সাল) কালে কর্মরত ২৬ জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্রী লাকি আশরাফের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকগনের পক্ষে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা ও সহকারী প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্রদের পক্ষে স্মৃতিচারণ মূলক বক্তব্য পেশ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন জগন্নাথপুর ও মোহনগঞ্জ এটিআই স্থাপন প্রকল্প পরিচালক আইপিএম স্পেশালিস্ট ড. মুহাম্মদ শরিফুল ইসলাম, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক এ.এস.এম সাখাওয়াত হোসেন তুহিন ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরঞ্জিত কুমার বণিক, প্রাক্তন ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তা নাজমুন নাহার চিনি প্রমুখ। বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে ফিরে যান শৈশবে ফেলে আসা স্মৃতিময় মধুর দিনে। এসময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মরহুম শিক্ষকগনের স্মরণে এক (০১) মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে এস.এস.সি ১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় ১৯ জন শিক্ষাগুরুগনকে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী ও ৭জন কর্মচারীকে উপহার হিসেবে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান শেষে প্রয়াত ও জীবীত সকল শিক্ষক-শিক্ষিকাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে সকলেই এক সামিয়ানার নিচে বসে দুপুরে উন্নত মানের খাবার গ্রহন করেন। সব শেষে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ও সবাই এক ফ্রেমে ক্যামেরা বন্ধি হয়ে থাকতে সকলে মিলে ফটো সেশনে অংশ নেন।
এর পরে (বিকেলে) এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্রদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ও বিভিন্ন এলাকার কণ্ঠ শিল্পীরা গান পরিবেশন করেন।