শেরপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানোন্নয়নের লক্ষ্যে ৩৭টি পরিবারের মাঝে উন্নত জাতের ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলার সমতল ভূমিতে বসবাসরত উপকারভোগী পরিবারের মাঝে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ভেড়া বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ ডিসেম্বর) শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে ভেড়া বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ-এর সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৭টি উপকারভোগী প্রতি পরিবার প্রধানের হাতে দুটি করে মোট ৭৪টি উন্নত জাতের ভেড়া তুলেদেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ট্রেনিং অফিসার ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমুখ।
এসময় শেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি সঞ্জীব চন্দ্র বিল্টু, চ্যানেল আই টিভি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মো. হাকিম বাবুল, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরেনারি সার্জন (ভিএস) ডা. মো. ফজলুল হক, প্রাণি সম্প্রসারণ অফিসার (এলইও), জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগনসহ সদর উপজেলার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।