নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যার দিকে শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে প্রতিযোগিতা পরিচালনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বেধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন্দ।
এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫৬ টি দৌঁড়ের ঘোড়াসহ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দুটি ধাপে সম্পন্ন হয়; একটি কদম দৌঁড় ও অপরটি দাপট দৌঁড়। প্রতিটি প্রতিযোগিতায় ধাপে ধাপে ২০ থেকে ৩০ জন ঘোড় সওয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে অংশ গ্রহন করেন। প্রতিযোগীদের মধ্যে, সর্ববয়োজেষ্ঠ্য প্রতিযোগী ময়মনসিংহ জেলার সদর উপজেলার বৈঠামারী এলাকার আব্দুল আজিজ নামে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধ এ ঘোড়া দৌঁড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে তৃতীয় পুরষ্কার বিজয়ী হয়ে দর্শকদের নজর কাড়েন। এ খেলায় প্রথম স্থান অর্জন করেন টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলারমো.আবুল হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন জামালপুর জেলার আব্দুর রহমান ও তৃতীয় স্থান অর্জন করেন নকলা উপজেলার নারায়নখোলা এলাকার ইলিয়াস আর্মি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে একটি নতুন ফ্রিজ, ৩টি এলইডি নতুন টিভি, রাইচ কুকার, মোবাইলসহ বিভিন্ন আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়। তাছড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলের হাতে আয়োজকদের সৌজন্যে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় টালকী ইউপির চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদ্দি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হযরত আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল সরকার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এস.এম খোরশেদ আলম সবুজ, গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা অনিকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এখানে ঘোড়া দৌঁড়সহ মৌসুম ভিত্তিক দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, শেখ রাসেল ক্রীড়া সংঘের নেতৃবৃন্দরা। এরই ধারাবাহিকতায় এবার ঘোড়া দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন তাঁরা।