শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৩তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, সদস্য রফিকুল ইসলাম, সরফরাজ খান, আকরাম হোসেন, আনোয়ার হোসেন শিপন, মর্তুজ আলী, ফরিদ উদ্দিন, আদিল আহমেদ পল্লবসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ার এক সমভ্রান্ত শেখ (মুসলিম) পরিবারে জন্মগ্রহন করেন। সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের নিমিত্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নির্দেশে শেখ ফজলুল হক মনি কল্যাণকামী যুবসমাজকে সাথে নিয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তিনিই এ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।