শেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মানিক দত্ত-এর একান্ত প্রচেষ্ঠায় গ্রাম-গঞ্জের ৬শতাধিক খেলোয়াড়, ফুটবল ক্লাব ও প্রতিষ্ঠান পেলো ফুটবল।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত আন্ত:উপজেলা ফুটবলের ফাইনাল খেলার মধ্য বিরতির সময় এসব ফুটবল বিতরণ করা হয়।
এ উপলক্ষে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন মো. মোমিনুর রশীদ ফুটবল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম-গঞ্জের ৬শতাধিক ফুটবল খেলোয়াড়, ফুটবল ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ফুটবল প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম প্রমুখ।
এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ফুটবল প্রেমী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তরুণ ও যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন, সত্যিই তা প্রশংসনীয়। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০টি ফুটবল উপহার হিসেবে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি উনার এই উদ্যোগের ফলে গ্রাম-গঞ্জে ফুটবলসহ বিভিন্ন খেলা ছড়িয়ে পড়বে। গ্রামের যে বা যারা ফুটবলের অভাবে খেলতে পারছিলো না, তারা আজকে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুটবল পাওয়ায় এ সমস্যার সমাধান হয়ে ফুটবল খেলার সুযোগ সৃষ্টি হলো। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ তাঁর বক্তব্যে এমন উদ্যোগকে অব্যাহত রাখার তাগিদ দেন।
জানা যায়, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মানিক দত্ত “মোবাইলে গেইমস ছেড়ে মাঠে আসো” এই শ্লোগানকে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত লোখা পোস্ট দেন। পোস্ট করার পরে মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকে এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকার দাতা ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থা, রাজনৈতিক সংগঠক, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনে ফুটবল প্রদান করেন। আজ শুক্রবার ওইসব ফুটবল বিতরণ করা হলো।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার বিশ্বাস গ্রাম-গঞ্জের সাধারণ ছেলে-মেয়ে গুলোই একদিন বাংলাদেশের ফুটবলের আলো জ্বালাবে। আজকের তরুণরাই আগামীতে ফুটবলের মাধ্যমে বিশ্বদরবারে আমদের অধিক পরিচয় করিয়ে দিতে সক্ষম হবে। এমন উদ্যোগের বিষয়ে তিনি জানান, ভালো মানের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা মোবাইলে বিভিন্ন খেলায় আসক্ত হয়ে পড়েছে। মূলত এই আসক্তি থেকে তরুণদের ফিরিয়ে আনতে ও ফুটবলের জন্য যারা খেলতে পারছেন না; তাদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়িয়ে খেলার মাঠে আনতে পরীক্ষা মূলক ভাবে আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ গ্রহণ করে সফল হয়েছেন বলে তিনি মনে করেন।