বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল ফাইনাল খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল ফাইনাল খেলায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা দল রানারআপ হয়েছে। খেলায় ম্যান অব দি ফাইনাল নির্বাচি হন শেরপুর সদর উপজেলা দলের মিডফিল্ডার রাশেদুল ইসলাম জিহান।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা দল ২-১ গোলে নকলা উপজেলাকে পারজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত খেলোয়াড়ের মাঝে পুরষ্কার তুলেদেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

পুরষ্কার বিতরণ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ফুটবল প্রেমী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার ৫টি দল নকআউট পদ্ধতিতে এ খেলায় অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102