শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নকলা উপজেলা দল ৪-৩ গোলে নালিতাবাড়ী উপজেলা দলকে পরাজিত করে জয়লাভ করে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ নভেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ফেস্টুন এবং শান্তির প্রতীক শ্বেত কপোত উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
নকলা-নালিতাবাড়ী উপজেলার মধ্যকার উদ্বোধনী এ খেলায় নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থেকে যায়। পরে টাইব্রেকারে খেলার নিস্পত্তি করা হয়। টাইব্রেকারে ৫টি শটের মধ্যে নকলার খেলোয়াড়রা ৪টি গোল করলেও একটি শট নালিতাবাড়ীর গোলকিপার প্রতিহত করেদেন।
অপরদিকে নালিতাবাড়ী উপজেলা দলের খেলোয়াড়রা ৩টি গোল করেনলেও একটি শট গোলবারের বাহির দিয়ে যায় এবং শেষ শটটি নকলা উপজেলা দলের গোলকিপার প্রতিহত করতে সক্ষম হন। ফলে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নকলা উপজেলা দল ৪-৩ গোলে নালিতাবাড়ী উপজেলা দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।
খেলাশেষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ শহরের নিউমার্কেটের রংধনু ডিজিটাল পয়েন্টের স্বত্ত্বাধিকারি মো. মমিনুল ইসলামের সৌজন্যে নকলার গোলদাতা সোহেল রানার হাতে ম্যান অব দি ম্যাচ পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে জেলার ৫ উপজেলার দল নকআউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।