বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪০৪ বার পঠিত

শেরপুরের নকলায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর এসএসসি (ভোক) এবং ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) শেরপুর জেলার নকলা উপজেলাধীন গনপদ্দীতে অবস্থিত শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মিলনায়তনে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এবং বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেরপুর টিটিসি কর্তৃক আয়োজিত এবং চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার ও ইন্সট্রাক্টর সাজু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, তমাল চন্দ্র সান্যাল, ইসমাইল হোসেন, নিরমল বাশার ও হেলাল উদ্দিনসহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান নিজ হাতে সকল অতিথিবৃন্দ ও বিদায়ী পরীক্ষার্থীদের বিদায়ী ব্যাচ পড়িয়ে দেন এবং আলোচনা সভার পরে সকল অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছা পুরষ্কার ও বিদায়ী ৬০ পরীক্ষার্থীর হাতে পরীক্ষার জন্য সহায়ক বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলেদেন।

এদিকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আখতারুজ্জামান, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ফিরোজ, সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপম, সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, মাওলানা মো. রেজাউল করিমসহ বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনেকে বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় শিক্ষানুরাগী আব্দুস ছাত্তার, সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন ও রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত হোসেন, নুসরাত জাহান নীপা, ক্বারী কাজীমদ্দিন, ইবতেদীয় শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন ও আমীন মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102