বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২২২ বার পঠিত

শেরপুরে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও স্বেচ্ছায় ২ ব্যাগ রক্ত দান করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রক্তসৈনিক বাংলাদেশ-এর শেরপুর জেলা শাখার উদ্যোগে এবং একতা সংঘ স্পোর্টিং ক্লাব সহযোগিতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন” এ শ্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি ঘরে ঘরে স্বেচ্ছায় রক্তদাতা (রক্তসৈনিক) তৈরী করার লক্ষ্যে রক্তসৈনিক বাংলাদেশ পরিবারের স্বেচ্ছাসেবী সদস্যরা দেশব্যাপী নিরলস কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মীরগঞ্জ বেপারী পাড়া এলাকায় বিনামূল্যে শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি ভবিষ্যতে কোন রোগীর রক্তের প্রয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় করা লোকদের প্রয়োজনীয় তথ্যবলী সংগ্রহ করে, তা যথাযথ ভাবে সংরক্ষন করা হয়।

শেরপুর জেলা পরিষদের চেয়াম্যান হুমায়ুন কবির রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। শেরপুর পুরাতন থানাঘাট জামে মসজিদের সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু ও মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুরের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল।

রক্তসৈনিক বাংলাদেশ-এর শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একতা সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মো. নূর রহমান, রক্তসৈনিক বাংলাদেশ-এর ৮নং পৌর ওয়ার্ড ইউনিটের ম্যানেজমেন্ট সমন্বয়ক অন্তর মিয়া প্রমুখ।

এসময় রক্তসৈনিক শেরপর-এর প্রচার সম্পাদক শিহাব আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক এম.এ আব্দুল ওয়াদুদ, কার্যকরী সদস্য আবু রায়হান, জুনায়েদ আহমেদ, জিনিয়া আক্তার, বকশীগঞ্জ রক্তসৈনিক সদস্য সুমন শেখ, আবু হুরায়রা, কেকের চর ইউনিয়নের রক্তসৈনিক সদস্য মিজানুর রহমান, মো. খোরশেদ আলম, মো. হুসাইন আহমেদ, মো. রহুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102