ঢাকায় অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শেরপুর জেলার ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি। এ উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকার মিরপুর-২ এলাকার গ্রামীন ব্যাংক বহুতল ভবন মিলনায়তনে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি।
ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে এবং শেরপুর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক রুমি খানের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃত্তির জন্য শিক্ষার্থীদের আবেদন থেকে যাচাই বাছাই শেষে ১০৯ জনকে মনোনিত করে তাদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্ম ফোর্সেস বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, শেরপুর জেলা সমিতর মহাসচিব ও ডিপিডিসি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, সমিতির সহ-সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. একেএম গোলাম রাব্বানী, সমিতির সহ-সভাপতি ও রিসডা’র চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, ডিটিসিএ নগর ভবন ঢাকার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব খন্দকার রকিবুর রহমান, সমিতির সহ-সভাপতি অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব দিলদার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সচিব (যুগ্ম সচিব) এ.টি.এম কামরুল ইসলাম,
ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইশরাফ হোসেন, যুগ্ম-মহাসচিব মুর্শিদা বেগম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, মো. মাহমুদ আলম শাহীন ও মোস্তাফিজুর রহমান বকুল, প্রেস সচিব মো. আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক কমর উদ্দিন আহমেদ চন্দন, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার, সরকারি অর্থ সম্পাদক মো. মামুন খান, গণসংযোগ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক লতিফুল ইসলাম নিপুল, সহকারি সাহিত্য সম্পাদক মো. লুৎফর রহমান, এ.আর মিন্টু ফাউন্ডেশন ও ইজি বাংলা’র এমডি আতিকুর রহমান মিন্টু, সদস্য শফিকুল ইসলাম সুখন, নেছার আহম্মেদ আরিফসহ শেরপুর জেলা সমিতি ঢাকা-এর অন্যান্যরা, ঢাকাস্থ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শেরপুর জেলার শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।