নিজস্ব প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিবের বাংলা’ নামে এক নাটক মঞ্চস্থ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারনণমূলক ‘মুজিবের বাংলা’ নাটকের রচনা ও পরিচালনা করেন বাকাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সুফিয়ান।
২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাইল বাজারের ‘উদয়ন নাট্য গোষ্ঠী’র আয়োজনে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ নাটকটি মঞ্চস্থ করা হয়। তাছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কার হয়। ধানশাইল ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ঢাকা বাঙলা কলেজের সাবেক জিএস মো. মিজানুর রহমান মিলন, মো. নাজমুল করিম, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর-এ-আলম সিদ্দিকী, মো. খাইরুল ইসলাম টেফা, হোসাইন মোহাম্মদ প্রমুখ।
যথাযথ মর্যাদায় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ধানশাইল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস (বাচ্চু) মাস্টার, মো. আব্দুস সামাদ, আব্দুল জুব্বার, মো. ফরহাদ আলী, মো. জহুরুল হক ও মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ তাদেরকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।