বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৪ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৫ দফা দাবী আদায়ের লক্ষে যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) মোহাম্মদ আব্দুর রশিদ এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তাদের উল্লেখযোগ্য ৫ দফা দাবীগুলো হলো- ১১তম গ্রেডে বেতন প্রদান, পদ-পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, তথ্য প্রযুক্তির এ যুগে তাদের কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান ও দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয়করণ করা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃন্দরা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বিভিন্ন অবহেলা-অবজ্ঞা নিয়ে দিন কাটাতে হচ্ছে। কিন্তু তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্বচ্ছাতা ভিত্তিতে সফল কর্ম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অসম্ভব। তারা বলেন, আমাদের স্বচ্ছতার ভিত্তিতে কাজের ফলশ্রুতিতে এদেশের শিক্ষাখাত আজ বিশ্বদরবারে ননন্দি। শিক্ষার মানোন্নয়নে স্মারকলিপিতে স্বচ্ছ ও ভালো কাজের স্বীকৃতি সরূপ হলেও অবিলম্বে তাদের ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102