বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা থানা পুলিশের প্রচেষ্ঠায় স্বজনদের খোঁজে পেলো কুড়িগ্রামের শিশু খাদেমুল

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৯২০ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা থানা পুলিশের প্রচেষ্ঠায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানার সুখেরবাতী গ্রামের খাদেমুল (১১) নামে হাফেজিয়া মাদ্রসার এক শিক্ষার্থী তার পরিবার পরিজনকে খোঁজে পেয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে নকলা থানার এসআই চন্দন কুমার পাল (ডিউটি অফিসার) সহ থানার অন্যান্যদের উপস্থিতিতে খাদেমুলকে তার বড়বোন হালিমা খাতুন ও বোন জামাই (হালিমার স্বামী) ছাইদুর রহমানের হাতে বুঝিয়ে দেওয়া হয়। খাদেমুল সুখেরবাতী গ্রামের হাকিম উদ্দিনের ৪ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট ও একমাত্র ছেলে সন্তান।

খাদেমুলের বড় বোনের দেওয়া তথ্য মতে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার হোতাপাড়া মনিপুর হাফেজিয়া মাদ্রাসায় খাদেমুল হেফজ বিভাগে পড়ে। এরই মধ্যে সে আল-কোরআনের ১৫ টি পাড়া মুখস্থ করা শেষে করেছে। খাদেমুল গত শনিবার মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়হয়ে সে মাদ্রাসায় নাগিয়ে ভুলে নকলায় চলে আসে।

এসআই চন্দন কুমার পাল জানান, ২৯ ডিসেম্বর মঙ্গলবার সিএনজি স্টেশনে খাদেমুলকে উদ্দেশ্যহীনভাবে এদিক সেদিক ঘুরতে দেখে সিএনজি স্টেশনের লাইন ম্যান আল-আমিন তাকে নকলা থানায় নিয়ে আসেন। পরে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নির্দেশে ও পরামর্শে খাদেমুলের কাছে তার ঠিকানা জেনে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সাথে কথা বলেন। পরে রৌমারী থানার ওসি খাদেমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সুখেরবাতী গ্রামের মুসুর মেম্বারের কাছে নিশ্চিত হন যে খাদেমুলের দেওয়া তথ্য সঠিক। অত:পর নকলা থানা থেকে মোবাইল ফোনে খাদেমুলের বড়বোন হালিমা খাতুন ও তার বোন জামাই (হালিমার স্বামী) ছাইদুর রহমানের সাথে কথা বলে তাদেরকে নকলা থানায় আসতে বলা হয়। মঙ্গলবার দুপুরে দিকে তারা নকলা থানায় পৌঁছালে তাদের হাতে খাদেমুলকে হস্থান্তর করেন পুলিশ। এর আগে এবিষয়ে নকলা থানার পুলিশ স্বউদ্যোগে নকলা থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করে রাখেন।

পরিবারের একমাত্র ছেলে সন্তান শিশু খাদেমুলকে ফিরে পেয়ে একদিকে তার পরিবার পরিজন যেমন খুশি, তেমনি আনন্দিত খাদেমুল নিজেও। অপরদিকে খাদেমুলকে তার পরিবারের সদস্যদের হাতে হস্থান্তর করতে পেরে স্বস্থি ফিরে পেয়েছেন নকলা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য সকলে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102