শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা

নকলা ইউএনও’র সৌজন্যে স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৫৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সৌজন্যে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর-কে সহযোগিতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান-এঁর সৌজন্যে উপজেলার অন্তত ৪১টি স্বেচ্ছাসেবী সংগঠন ও অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা যুব লীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সাংবাদিক জাহাঙ্গির হোসেন প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তির উদ্যোগে বদলি জনিত বিদয়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নকলা উপজেলা প্রশাসনকে সহযোগিতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করে এই বিশেষ সম্মাননা অর্জন করে যেসকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলো হলো- নকলা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, নকলা ফাউন্ডেশন, এ.আর মিন্টু ফাউন্ডেশন, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা, নকলা অসহায় সহায়তা সংস্থা, যুব কল্যাণ সংস্থা, চাউল ব্যবসায়ী মালিক সমিতি, সেবাকুঞ্জ, ওয়ালটন শো-রুম, রোভার স্কাউট, মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, রক্ত সৈনিক, ইটভাটা মালিক সমিতি, নতুন সূর্য কল্যান সংস্থা, জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন, সার ডিলার সমিতি, পাঠাকাটা উন্নয়ন ফোরাম, ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন, ওষুধ মালিক সমিতি, তেল মেইল মালিক সমিতি, আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, অরুনোদয় ফাউন্ডেশন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, গো-খাদ্য ও ঔষুধ ব্যবসায়ী সমিতি, রক্তের ফোটায় মানবতা, সমাজ উন্নয়ন সংঘ, ব্লাড ব্যাংক অব নকলা, চাউল কল মালিক সমিতি, নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা, ঋষি রবিদাস দলিত কল্যাণ সংস্থা, মা-বাবা অসহায় বৃদ্ধ অন্ন বস্ত্র, চিকিৎসা সহায়ক ফাউন্ডেশন, মানবিক সহায়তা যুব সংস্থা, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, পূর্ব টালকি যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠন, নকলা যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠন, বঙ্গবন্ধু আদর্শ সৈনিক সংগঠন, ছায়াবীথি সংগঠন ও শেকড় ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102