নিজস্ব প্রতিনিধি:
প্রথম ধাপের পৌর নির্বাচনে কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে পরাজিত করে বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের তথ্যানুযায়ী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার জগ প্রতীকে ৩ হাজার ৩৩৩ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের আ. বারেক মোল্লা ভোট পেয়েছেন ২ হাজার ৬৮৪টি।
এ পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১২২। গোয়েন্দা সংস্থার রিপোর্টেও এ তথ্য পাওয়া গেছে। তবে এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, তিনি এখনই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করতে পারবেন না; অফিসিয়াল কিছু কাজ আছে বলে তিনি জানান।
আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল বারেক মোল্লা পরাজিত হওয়ার কারন হিসেবে কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ ইসহাক আলী জানান, আওয়ামী লীগের বিশাল একটি অংশ মেয়র বারেক মোল্লার সমর্থন করেনি। বরং তারা স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারকে ভোট দিয়েছেন। পাশাপাশি বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন।