বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ৬৮জন ওস্তাদ-সাগরেদ ও প্রশিক্ষণার্থীর মাঝে ভাতা ও এককালীন অনুদান বিতরণ

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৩ বার পঠিত

শেরপুরের নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৬৮জন সফটস্কীল প্রশিক্ষণার্থী, ওস্তাদ-সাগরেদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও এককালীন অনুদান বাবদ নগদ মোট ১১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যান মন্ত্রণালয়ের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের কারিগরি সহায়তায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর প্রমুখ।

এছাড়া উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মোখলেছুর রহমান, ছায়েদুর রহমান, হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী ৬৮ জন ওস্তাদ-সাগরেদ ও প্রশিক্ষণার্থী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন জানান, ৪৮জন সফটস্কীল প্রশিক্ষণার্থীদের প্রতিজনে ১৮ হাজার টাকা করে এককালীন অনুদান বাবদ মোট ৮ লাখ ৬৪ হাজার টাকা, দীর্ঘমেয়াদী ১২জন প্রশিক্ষণার্থীর প্রতিজনে ২৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৭৬ হাজার টাকা ও ৮জন ওস্তাদের মাঝে প্রশিক্ষণ সম্মানী বাবদ মোট ১৪ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102