শেরপুর জেলার নকলা উপজেলায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষিকর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ কৃষকের মাঝে প্রতিজনে ৫কেজি করে মাসকালাইয়ের বীজ, ১০কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ৫কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মাহমুদুল হাসান মুসাসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।