বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ফুলবাড়ী পৌরনির্বাচনে দলীয় প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থীর জয়

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনিত প্রার্থীসহ বর্তমান মেয়রকে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন মেয়র হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

২৮ ডিসেম্বর সোমবার প্রথম ধাপে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র মো. মুরতুজা সরকার মানিকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানের ভাই নৌকা প্রতীকের প্রার্থী মো. খাজা মইন উদ্দীন ও বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী মো. শাহাদাৎ আলীকে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন পৌর মেয়র নির্বাচিত হন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী- বিএনপির বিদ্রোহী প্রার্র্থী মো. মাহামুদ আলম লিটন নারকেল গাছ প্রতীকে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মো. মুরতুজা সরকার মানিক জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। আর আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. খাজা মইন উদ্দীন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬০ ভোট ও বিএনপির মনোনিত প্রার্থী মো. শাহাদাৎ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট। জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের একাধিক সূত্র এসকল তথ্য নিশ্চিত করেছে।

ফুলবাড়ী পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৯৩১ জন, এরমধ্যে ২১ হাজার ৩৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটার সংখ্যার প্রায় ৭৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102