বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান-এঁর স্মরণে সভা ও দোয়া মাহফিল

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান-কে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণ সভা শুরু হয় এবং রাত ৯টায় বিশেষ দোয়ার মধ্যদিয়ে এ অনুষ্ঠান সমাপন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ মূখ্য বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের রাজনৈতিক, সামাজিক ও ব্যাক্তি জীবনের ওপর স্মৃতিচারন করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহ-সভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, সাবেক সভাপতি ও হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল ও সাবেক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, জেলা পরিষদ সদস্য আঞ্জুমান আরা রুমি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী (উৎপল) বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে গনপদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান হোসেন, নকলা ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহমান (চানু), গৌড়দ্বার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, বানেশরদী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম, টালকী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ ও চরঅষ্টধর ইউনিয়নের সাধারণ সম্পাদক সিয়াবুল বাদশা প্রমুখ।

বক্তারা স্মৃতিচারন মূলক বক্তব্যে বলেন, নকলায় উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে ও দেশের সকল সংকটময় মুহূর্তে সর্বোচ্চ অবদান রাখা একজন বীর পুরুষ। তিনি ছিলেন নির্লোভ রাজনৈতিক ব্যাক্তিত্ব। মোস্তাফিজুর রহমান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে নকলায় ১১ সদস্য বিশিষ্ট ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, ১৯৭২ সালে নকলা থানা ছাত্রলীগের সভাপতি, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের নির্বাচিত ভিপি, ২০১৪ সালে নকলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, ২০১৫ সালের ৪ এপ্রিল নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়ে মৃত্যুর পুর্ব মূহুর্ত পর্যন্ত এই পদেই ছিলেন। ১৯৮৪ সাল থেকে নকলা তৎকালীন (বর্তমানে জাতীয়করণ হয়েছে) হাজী জাল মামুদ কলেজে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি ঢাকায় অধ্যয়নকালে শেখ কামালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর একনিষ্ঠ বিশ্বস্থ কর্মী ও অনুসারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ ছিলো তাঁর পথচলার প্রেরনা। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান হুমকি-ধদমকিসহ কোন প্রকার বাধাবিপত্তিতে বঙ্গবন্ধুর আর্দশ থেকে কোনদিন একমুহুর্তের জন্যও বিন্দুমাত্র পিছপা হননি। কোন প্রকার লোভ-লালসা ছিলোনা বলেই দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকেও কখনো ক্ষমতার অপব্যবহার করার নজির তাঁর রাজনৈতিক জীবনের ইতিহাসে নেই। নকলা উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান তাঁর কৃতকর্মের জন্যই পরপারে গিয়েও মানবের তরে অমর হয়ে থাকবেন, এমটাই বলেন বক্তারা।

এসময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গসহযোগী সংগঠেনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা শ্রেণির জনগন উপস্থিত ছিলেন। স্মরণ সভার আলোচনা শেষে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার (২৩ আগষ্ট) বিকাল ৫টায় শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অধ্যাপক মোস্তাফিজুর রহমান নকলা পৌরসভার কায়দা মহল্লার মৃত আব্দুল হামিদ-এর ছেলে। ২৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102