সারা দেশের স্বাস্থ্য বিভাগের সার্বিক অবস্থা পর্যালোচনা পরিদর্শনের অংশ হিসেবে রবিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) ডা. মুহাম্মদ মইনুল হক খান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডা. মুহাম্মদ মইনুল হক খান নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে সহকারী পরিচালক (প্রশাসন-১) ডা. মুহাম্মদ মইনুল হক খান নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসা সেবাসহ হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কার্যক্রম, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার দানের পরিবেশ ও মান দেখে মুগ্ধ হয়েছেন বলে জানা যায়।
ডা. মুহাম্মদ মইনুল হক খান স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ তথা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাসহ প্রভৃতি রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্থাপিত সেবাদান কেন্দ্রসহ অন্যান্য সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন। বিশেষ করে হাসপাতালে আগত রোগী ও রোগীর লোকদের মাঝে স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য সেবামূলক তথ্য প্রচারের জন্য বিভিন্ন স্থানে লাগানো সাউন্ড সিস্টেম এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে লাগানো সিসি ক্যামেরা দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার অফিস কক্ষে এক মতবিনিময় সভা করেন। এ সভায় সকলকে আন্তরিকতার সাথে রোগীদের সেবা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি। এসময় নকলা হাসপাতালে কর্মরত আরএমও, মেডিকেল অফিসারসহ চিকিৎসকগন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (ঝঅঈগঙ), প্রধান সহকারী, ক্যাশিয়ার, অফিস সহকারী, নার্সিং সুপারভাইজা, নার্সিং ইনচার্জ, পরিসংখ্যানবিদ, মেডিকেল টেকনোলজিস্ট, ইপিআই, রেডিওলজি, এসআই, এইচআই ইনচার্জগন উপস্থিত ছিলেন।