বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

‘ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র বর্ষপূর্তি উদযাপন

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় “নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ”-এই শ্লোগানকে মনে-প্রাণে ধারন করে ‘ব্লাড ব্যাংক অব ধনাকুশা’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন তথা তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির আয়োজনে এবং এস.এস.সি ব্যাচ-২০১৮ এর সার্বিক সহযোগিতায় ও তত্বাবধানে ব্লাড ব্যাংক অব ধনাকুশা-এর তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

ব্লাড ব্যাংক অব ধনাকুশার সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান চানু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, স্থানীয় আক্তার হোসেন মাস্টার, ব্লাড ব্যাংক অব ধনাকুশার কার্যকরী সদস্য ইমদাদুল হক খোকা, স্বেচ্ছাসেবক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম মোস্তফা, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শোয়েব মাহমুদ রিশাদ, যুবনেতা মহিউদ্দিন হাবিব প্রমুখ।

আলোচনা সভার শেষে, আনন্দমুখর পরিবেশে ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র তৃতীয় বর্ষে পদার্পণ লেখা সম্বলিত কেক কাটা হয়। পরে একে অপরের মুখে তুলে কেক খাওয়ানো হয়। সবশেষে শেষে ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র সংশ্লিষ্টরা আমন্ত্রিত অতিথিদের সাথে ফটো সেশনে অংশ নেন।

এসময় ছাত্রনেতা স্বেচ্ছাসেবক নাদিম মাহমুদ, খোরশেদ আলম, নাছির উদ্দিন ও ইউপি সদস্য নছিমউদ্দিন নছু, তোফাজ্জল হোসেন সমাসহ ব্লাড ব্যাংক অব ধনাকুশার সহ-সভপতি রিপন হাসান, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, প্রচার সম্পাদক আনসারুল ইসলাম, সদস্য রাজিব মিয়া, তাজেদুল হাসান, মাহবুব হাসান, হৃদয় মিয়া, সোহাগ, মাহবুব, আসাদুল ও আলমগীরসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাঙ্খী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাকিগণ উপস্থিত ছিলেন।

উপজেলার শিক্ষানুরাগী মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ও উপদেষ্টা মন্ডলী কমিটির সদস্যবৃন্দরা জীবন রক্ষাকারী, জনসচেতনতা ও উন্নয়ন মূলক এমন কাজে সার্বিক সহযোগিতা করাসহ নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন বলে জানান ‘ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র স্বেচ্ছাসেবকরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102